‘চোখ যে মনের কথা বলে’-এই গানের লাইনটির সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু সত্যি কি চোখ মনের কথা বলে? কারও মনের ভেতরে কী চলছে, তা যদি বুঝতে হয়, তাহলে চোখের দিকে তাকানো জরুরি। আর একবার যদি চোখের ভাষা পড়তে শিখে যান, তাহলে কার মনে কী চলছে, তা বুঝে নিতে কোনো সমস্যা হবে না।
চোখের ভাষা পড়বেন কীভাবে? এই প্রশ্নের উত্তর পেতে আমেরিকাভিত্তিক নারী বিষয়ক ম্যাগাজিন রিয়ালসিমপাল ওয়েবসাইটের এই ফিচারে চোখ বুলিয়ে নিন।
১. চোখের বাঁ দিকের মনি
কথা বলার সময় যদি খেয়াল করেন কারও চোখের মনি একেবারে বাঁ দিকে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন তিনি কিছু মনে করার চেষ্টা করছেন অথবা আপনার কথা মনের ভেতরে গেঁথে নেওয়ার চেষ্টা করছেন। তাই এমন পরিস্থিতিতে সেই কথাগুলিই বলা উচিত, যা সামনের মানুষটির মন জয় করতে পারে।
২. চোখের ডান দিকের কোণ
যদি দেখেন কথা বলার সময় কারও চোখের মনি বার বার ডানদিকে, একেবারে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন মানুষটি মিথ্যা বলছে। একাধিক গবেষণায় প্রমাণিত যে মিথ্যা বলার সময় বেশিরভাগ মানুষ সেই মিথ্যা ঘটনার একটা ছবি মনে ভেতর তৈরি করার চেষ্টা করে। ফলে অজান্তেই চোখের মনি ডান দিকে ঘেঁষতে শুরু করে।
৩. কিছু মনে করার চেষ্টা করলে
কিছু মনে করার চেষ্টা করছেন, এদিকে কিছুতেই তা মনে পরছে না! এমন পরিস্থিতিতে চোখের মনি বাঁদিকে চলে যায়। আর এমনটা যখন ঘটে তখন আমরা বুঝে উঠতেই পারি না যে চোখের ভাষা বদলে গেছে।
৪. মনের ভেতর দ্বন্দ্ব চললে
অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মনের ভেতরে দ্বন্দ্ব চলতে থাকে। সে সময় বুঝে উঠা সম্ভব হয় না কোন কাজ করলে ভালো হবে। এই সময় আমাদের অজান্তেই চোখের মনি বাঁ দিকে বেঁকে যায়। বিশেষজ্ঞদের মতে চোখের ভাষা এমন হলে বুঝতে হবে সেই মানুষটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বন্দ্বে রয়েছেন।
৫. মাথা নিচু কিন্তু চোখের মনি উপরে
আপনার সামনে দাঁড়িয়ে থাকা কেউ যখন আপনার সঙ্গে কথা বলার সময় মাথা নিচু করে থাকে, কিন্তু চোখের মনি থাকে উপর দিকে, তাহলে বুঝতে হবে সেই মানুষ লজ্জা পাচ্ছে।
৬. নিচের দিকে তাকিয়ে থাকলে
কথা বলার সময় যদি কেউ যদি চোখের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে থাকে, তাহলে বুঝবেন সেই মানুষটি আপনার সামনে হার মেনে ফেলেছে।
৭. নিজের সঙ্গে কথা বলছে
কেউ একা একা দাঁড়িয়ে থাকার সময় যদি তার মাথা বাঁ কাঁধের দিকে ঘেঁষে নিচের দিকে ঝুঁকে থাকে, তাহলে বুঝবেন সেই মানুষটি নিজের সঙ্গে কথা বলছেন। তাই তো তার চোখের এবং শরীরের ভাষা এমন বদলে গেছে।
৮. ষড়যন্ত্রীদের চোখ
কেউ যখন কারও ক্ষতি করার বিষয়ে ভাবতে থাকে, তখন চোখের মনি বারবার ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকে। তাই কথা বলার সময় যদি কারও চোখের ভাষা এমন হয়, তাহলে সাবধান হতে হবে! কেননা সেই মানুষটি মনে মনে আপনার ক্ষতি করার কথা ভেবে চলেছে।