বলিউডে আসতে না আসতে মামলার প্যাঁচে পড়েছেন নবাবপুত্র সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। সারার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন তার অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর পরিচালক ও প্রযোজক। বলি সূত্রে খবর, এই মামলা নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন সারা। মেয়ের এই বিপদের সময়ে উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে এসেছেন সারার বাবা সাইফ আলী খান।
‘কেদারনাথ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য স্কাই পিকচার্স-এর সঙ্গে শুটিংয়ের ডেট নিয়ে কিছু সমস্যা হয়েছিল সাইফকন্যা সারার। এই প্রযোজনা সংস্থাই মামলা করেছে সারার বিরুদ্ধে। তারা সারার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছে। এ কথা জানতে পেরেই প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেন সাইফ। বিষয়টি যাতে মধ্যস্থতা করে মিটিয়ে নেয়া যায় সেই পরামর্শও দিয়েছেন তিনি।
বলিউড সূত্র বলছে, অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর সঙ্গে চুক্তি ভঙ্গ করে ‘সিম্বা’ ছবির জন্য পরিচালক রোহিত শেটি ও করণ জোহারের সঙ্গে চুক্তি করেন সারা আলী খান। সে কারণেই নাকি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল প্রযোজক সংস্থা। তারা গোটা বিষয়টি নিয়ে মুম্বাই হাইকোর্টে যেতেও প্রস্তুত ছিল। কিন্তু সাইফের হস্তক্ষেপে আপাতত বিষয়টি আদালতের দরজায় পৌঁছায়নি বলে খবর।
সারার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘কেদারনাথ’ ছবির শুটিং শেষ না করেই ‘সিম্বা’ ছবির জন্য চুক্তিবদ্ধ হন। ছবিটির অধিকাংশ অংশের শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি। এ জন্য চলতি বছরের জুন-জুলাইয়ে সারার ডেট চেয়েছিলেন ‘কেদারনাথ’-এর পরিচালক অভিষেক। কিন্তু জুনের পরে ‘কেদারনাথ’-এর জন্য কোনো সময় দিতে পারবেন না বলে এক প্রতিনিধির মাধ্যমে জানিয়ে দেন সারা। এর পরই ছবির পরিচালক ও প্রযোজক আইনের আশ্রয় নেন।