1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও, হাতে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েই এখন চালকের আসনে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেছেন তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের বিক্ষোভে সেনাবাহিনীর হস্তক্ষেপ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল ঋণের কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্কার পদক্ষেপ, ঢাকা সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল আইএমএফ দেশে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন রয়েছে যা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা:ড. নিয়াজ আহমদ খান

‘আসামি’ মেয়ের পাশে সাইফ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

বলিউডে আসতে না আসতে মামলার প্যাঁচে পড়েছেন নবাবপুত্র সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। সারার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন তার অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর পরিচালক ও প্রযোজক। বলি সূত্রে খবর, এই মামলা নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন সারা। মেয়ের এই বিপদের সময়ে উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে এসেছেন সারার বাবা সাইফ আলী খান।

‘কেদারনাথ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য স্কাই পিকচার্স-এর সঙ্গে শুটিংয়ের ডেট নিয়ে কিছু সমস্যা হয়েছিল সাইফকন্যা সারার। এই প্রযোজনা সংস্থাই মামলা করেছে সারার বিরুদ্ধে। তারা সারার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছে। এ কথা জানতে পেরেই প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেন সাইফ। বিষয়টি যাতে মধ্যস্থতা করে মিটিয়ে নেয়া যায় সেই পরামর্শও দিয়েছেন তিনি।

বলিউড সূত্র বলছে, অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর সঙ্গে চুক্তি ভঙ্গ করে ‘সিম্বা’ ছবির জন্য পরিচালক রোহিত শেটি ও করণ জোহারের সঙ্গে চুক্তি করেন সারা আলী খান। সে কারণেই নাকি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল প্রযোজক সংস্থা। তারা গোটা বিষয়টি নিয়ে মুম্বাই হাইকোর্টে যেতেও প্রস্তুত ছিল। কিন্তু সাইফের হস্তক্ষেপে আপাতত বিষয়টি আদালতের দরজায় পৌঁছায়নি বলে খবর।

সারার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘কেদারনাথ’ ছবির শুটিং শেষ না করেই ‘সিম্বা’ ছবির জন্য চুক্তিবদ্ধ হন। ছবিটির অধিকাংশ অংশের শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি। এ জন্য চলতি বছরের জুন-জুলাইয়ে সারার ডেট চেয়েছিলেন ‘কেদারনাথ’-এর পরিচালক অভিষেক। কিন্তু জুনের পরে ‘কেদারনাথ’-এর জন্য কোনো সময় দিতে পারবেন না বলে এক প্রতিনিধির মাধ্যমে জানিয়ে দেন সারা। এর পরই ছবির পরিচালক ও প্রযোজক আইনের আশ্রয় নেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews