দীর্ঘ ১৫ বছর পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করেছেন উপস্থাপিকা ফারহানা নিশো। তাও আবার দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গানে পারফর্মেন্সের মধ্য দিয়ে প্রত্যাবর্তন তার। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গেই ফারহানা নিশোকে দেখা যাবে।
এমনিতেই নতুন নতুন গান, মিউজিক ভিডিও ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গত ৬ সেপ্টেম্বর তার মিউজিক ভিডিও ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে। এর মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় তিন লাখ দর্শক।
এবার ‘তোমাকে ভুলে যায়’ শিরোনামে নতুন একটি গানের ভিডিওর শুটিং করছেন তিনি। তরুণ মুন্সীর কথা ও সুরে নির্মিত এ গানের ভিডিওতেই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা ফারহানা নিশো। সঙ্গে আরও রয়েছেন মডেল নওমী খান ও অভি।
নতুন এ ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি প্রযোজককে কখনও ঠকাইনি। প্রযোজকরা মনে করেন গানের ভিডিওতে আমি ভিন্নরকম চরিত্রে অভিনয় করলে সেটা আরও বেশি দর্শকপ্রিয়তা পাবে। সেজন্যই নিত্য নতুন চরিত্রে কাজ করি। এ গানটিও তার ব্যতিক্রম নয়। ফারহানা নিশো দীর্ঘদিন পর আমার গানে কাজ করছেন। ভালো কিছু হচ্ছে।’
এ গানে পারফর্ম করা প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘গানটিতে আমি মডেল হিসেবে কাজ করছি তা কিন্তু নয়। এতে আমি স্বচরিত্রে (উপস্থাপিকা) অভিনয় করছি। আগে অনেক গানের ভিডিওতে কাজ করেছি। প্রায় ১৫ বছর পর আবারও কাজ করছি। ভালোই লাগছে। বিশেষ করে এ ভিডিওতে পারফর্ম করার জন্য আসিফ ভাই অনুরোধ করেছেন। স্ক্রিপ্টও দেখলাম ভালো। তাই কাজ করা। সবমিলিয়ে ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, সবার ভালো লাগবে।’
গানটি আগামী ২৭ সেপ্টেম্বর ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।