1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা: উত্তর কোরিয়া আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার আবারও চারদিনের রিমান্ডে সালমান এফ রহমান ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও অর্থনৈতিক জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত জাম খাওয়ার সময় সতর্কতা ১৪৮ রান করে বিদায় নেন শান্ত

আসিফের গানে ফারহানা নিশো

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
তোমাকে যেন ভুলে যাই, আসিফ আকবর, ফারহানা নিশো, তরুন মুন্সী, Asif Akbar, Song, Rtvonline

দীর্ঘ ১৫ বছর পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করেছেন উপস্থাপিকা ফারহানা নিশো। তাও আবার দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গানে পারফর্মেন্সের মধ্য দিয়ে প্রত্যাবর্তন তার। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গেই ফারহানা নিশোকে দেখা যাবে।

এমনিতেই নতুন নতুন গান, মিউজিক ভিডিও ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গত ৬ সেপ্টেম্বর তার মিউজিক ভিডিও ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে। এর মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় তিন লাখ দর্শক।

এবার ‘তোমাকে ভুলে যায়’ শিরোনামে নতুন একটি গানের ভিডিওর শুটিং করছেন তিনি। তরুণ মুন্সীর কথা ও সুরে নির্মিত এ গানের ভিডিওতেই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা ফারহানা নিশো। সঙ্গে আরও রয়েছেন মডেল নওমী খান ও অভি।

নতুন এ ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি প্রযোজককে কখনও ঠকাইনি। প্রযোজকরা মনে করেন গানের ভিডিওতে আমি ভিন্নরকম চরিত্রে অভিনয় করলে সেটা আরও বেশি দর্শকপ্রিয়তা পাবে। সেজন্যই নিত্য নতুন চরিত্রে কাজ করি। এ গানটিও তার ব্যতিক্রম নয়। ফারহানা নিশো দীর্ঘদিন পর আমার গানে কাজ করছেন। ভালো কিছু হচ্ছে।’

এ গানে পারফর্ম করা প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘গানটিতে আমি মডেল হিসেবে কাজ করছি তা কিন্তু নয়। এতে আমি স্বচরিত্রে (উপস্থাপিকা) অভিনয় করছি। আগে অনেক গানের ভিডিওতে কাজ করেছি। প্রায় ১৫ বছর পর আবারও কাজ করছি। ভালোই লাগছে। বিশেষ করে এ ভিডিওতে পারফর্ম করার জন্য আসিফ ভাই অনুরোধ করেছেন। স্ক্রিপ্টও দেখলাম ভালো। তাই কাজ করা। সবমিলিয়ে ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, সবার ভালো লাগবে।’

গানটি আগামী ২৭ সেপ্টেম্বর ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews