বলিউড কিং শাহরুখ খান ইংরেজি কম বোঝেন! সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এমন তথ্য জানিয়েছেন। শাহরুখ বলেন, ‘আমাকে কখনও হলিউড থেকে ছবিতে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়নি।’
কেন দেয়া হয়নি তার প্রাথমিক কারণও তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘হয়তো ইংরেজি কম বুঝি, তাই সেখান থেকে আমাকে প্রস্তাব দেয়া হয়নি।’ তবে যদি কখনও হলিউড থেকে প্রস্তাব আসত তবুও তিনি বলিউডকেই প্রাধান্য দিতেন।
কারণ বলিউডের কাজ বাদ দিয়ে কখনও হলিউডমুখী হওয়ার ইচ্ছে নেই তার। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘হলিউডের সিনেমায় কাজের প্রস্তাব এলেও বলিউড থেকে কখনোই বিচ্ছিন্ন হতে চাই না।
আমি চাই আরও ভালো অভিনয় করে ভারতীয় ছবিকে অনেক উচ্চতায় নিয়ে যেতে। পুরো বিশ্ব বলিউড ছবি দেখবে। বলিউড সম্পর্কে জানবে।’ বর্তমানে এ অভিনেতা ‘জিরো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জিরো ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ প্রমুখ।