1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

‘কাঠবিড়ালী’র মুক্তি!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

কাঠবিড়ালী নামটার মধ্যেই মায়া আছে। তেমনি এই সিনেমায়ও নাকি এক ধরনের মিষ্টি প্রেম আছে। ‘কাঠবিড়ালী’র নায়িকা অর্চিতা স্পর্শিয়া এমনটাই জানালেন।

২০২০ সালের দ্বিতীয় চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’ মুক্তি পাচ্ছে আজ। নিয়ামুল মুক্তা পরিচালিত এ ছবি দেশের ১৮টি হলে মুক্তি পাচ্ছে। গল্পনির্ভর এই সিনেমা নিয়ে আশাবাদী পুরো টিম। পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘এই সিনেমায় যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে সেরাটা দিয়েছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। আশা করছি সবার ভালো লাগবে।’

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। তাসনিমুল তাজের চিত্রনাট্যে ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা ২ বছর চিত্রায়ণের পর এবার মুক্তি পাচ্ছে ছবিটি।

ঢাকার স্টার সিনেপ্লেক্স , ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী সিনেমা, আনন্দ, চিত্রামহল হলে ছবিটি প্রদর্শিত হবে সিনেমাটি। ঢাকার বাইরে ছবিটি মুক্তি পাচ্ছে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর) ও অভিরুচি (বরিশাল)-এ মুক্তি পাবে ছবিটি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews