ষ্ট্যাফ রিপোর্টার- কালু পাটওয়ারী: ঘটনার বিবরনের প্রকাশ গত ০৪/০৭/২০১৮ইং তারিখে রোজ বুধবার সন্ধ্যা অনুমান ৭:৩০ মিনিটের সময় আ: কাদির ও তার পরিবার বর্গ নিজ বাসস্থানে গৃহ কর্মে ব্যস্ত ছিলেন হটাত করে ১। মো: জুয়েল, পিতা: দেলোয়ার, ২। মো: দেলোয়ার, পিতামৃত: আ: ওহাব, ৩। আ: রহমান, পিতা-মৃত: ঐ, ৪। মারুফ, পিতা: আ: রহমান, ৫। ফাতেমা বেগম, স্বামী: আ: রহমান প্রমুখ। উল্লিখিত লোকজন এক জোট হয়ে আ: কাদিরের উঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আ: কাদির ইহার প্রতিবাদ করিলে জুয়েল গং পূর্বেই প্রস্তুতি ছিল দেশিয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে, এবং ক্ষিপ্ত আকারে আ: কাদির ও তার পরিবারের উপর অতর্কীত ভাবে ্হামলা ছালিয়ে মাথার উপর আ: কাদিরকে দা দিয়ে কুপ দেয় ইহাতে জুয়েলের উক্ত কুপ আ: কাদিরের হাতে পড়ে ্ইহাতে আ: ্কাদির মারাত্মক হাড় কাটা জখম হয় আ: কাদিরের পরিবার বর্গ এগিয়ে আসিলে জুয়েল গং এরা লোহার রড় দা সেনি নিয়ে সকলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এবং ঘরে ডুকে লুট তারাজ ঘর দরজা তচনচ কর। এলাকা বাসি এগিয়ে আসিলে আ: কাদির এবং তার পরিবার বর্গকে উদ্ধার করিয়া বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উনড়বত চিকিৎসার জন্য আ: কাদির এবং তার পরিবার বর্গকে ঢাকায় পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। বর্তমানে আ: কাদির প্রান ভয়ে নিজ পৈত্রিক ভূমিতে যাইতে পারিতেছে না। উল্লেখ্য যে, জুয়েল ও আ: কাদির একই বাড়ীর বাসিন্দা জুয়েল গং এরা পূর্বে থেকেই আ: কাদিরের কিছু সম্পত্তি জোর করে দখল করে নেয়। বর্তমানে আ: কাদিরের সম্পূর্ন সম্পত্তি গুলো জুয়েল গং এরা দখলের পায়তারা
করিতেছে। এই ব্যপারে আ: কাদির থানায় মামলা করিলে থানা কর্মকর্তা বৃন্দ মামলার কোন অগ্রগতি করেন নাই। তাই বাধ্য হয়ে আ: কাদির কুমিল্লা দায়রা জজ কোর্টে ১টি মামলা করেন। মামলা নং ৮৪৩/২০১৮সন্ত্রাসী জুয়েল গং জানিতে পারিয়া আ: কাদিরকে ও তার পারিবার বর্গকে খুজে বেড়াচ্ছে জানে মেরে লাশ ঘুম করে ফেলার জন্য। আ: কাদির প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বিভিনড়ব জায়গায়। আ: কাদির প্রশাসন ও সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গদের কাছে সু-ব্চিারের প্রার্থনা আসা করেন। এবং প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।