1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন : মহাপরিচালক আইএসপিআর দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট ইরানের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

খামারবাড়িতে উত্তেজনা: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর খামারবাড়িতে রোববার (১৬ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক ছাইফুল আলমসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।
দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। তবে কিছুক্ষণ পর টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করেন। কৃষি কর্মকর্তারা অবস্থান কর্মসূচি থেকে সরে গেলেও, ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করেন। খামারবাড়ি এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভের সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১৩ মার্চ), যখন কৃষি মন্ত্রণালয় ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে বদলি করার প্রজ্ঞাপন জারি করে। তার স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এ সিদ্ধান্তের বিরোধিতা করেই মূলত আন্দোলন শুরু হয়।
এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সমঝোতা বা সমাপ্তির ঘোষণা দেওয়া হয়নি। আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews