1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

চিলমারীতে ভাসমান বার্জডিপো স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ৫ বছর ধরে তেলশূণ্য ভাসমান দুটি বার্জ ডিপো, অলজ ও অবহেলায় পড়ে থাকায় এটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সরদার, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ চিলমারির সকল সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

কুড়িগ্রাম জেলা তথা উত্তারাঞ্চলের কৃষদের মাঝে, নদী পথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে চিলমারী উপজেলার নদী বন্দর এলাকায় এ বার্জ ডিপো দুটি স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। স্থাপনের পর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করে আসলেও নদের নাব্যতা সংকটের অজুহাতে ২০২০ সালের জানুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দফতর।

তারপর থেকে ডিপো দুটিতে একবারের জন্যও আসেনি তেল বলে জানান ট্যাংক ও লরি শ্রমিকরা। মানববন্ধন শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি সকল সদস্যবৃন্দ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews