পার্শ্ববর্তী দেশের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও গত দু’দিনের বর্ষণে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে জেলার সার্বিক বন্যার পরিস্থিতি অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৫সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমা ছুঁই-ছুঁই করছে। পানি উন্নয়ন বোর্ড -পাউবোর পানি মাপক গেজ পাঠক আশরাফুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো জানান যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তাতে আগামি ২৪ ঘন্টায় বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। যমুনা তীরবর্তী ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও রাস্তা ঘাটে পানিতে সয়লাভ করছে। ইসলামপুর উপজেলার ডেবরাইপ্যাচ এলাকায় ব্রীজের অ্যাপরোজ ধ্বসে রাস্তা ভেঙে যাচ্ছে। দক্ষিণ চিনাডুলী গ্রামের রাস্তটি বন্যার পানির প্রচ- ¯্রােতে ভেঙে ওই গ্রামের সিরাজ বেপারী,তোতা বেপারী,শাহাজাদা বেপারী,রেজাউল করিম ও লালমিয়ার বসতভিটা বিলীন হয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া চিনাডুলি এসএন উচ্চ বিদ্যালয়,চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,চিনাডুলী দেওয়ানপাড়া দাখিল মাদরাসা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীদের যাতায়াত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষদের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ড(পাউবো) এর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।