জয়পুরহাট প্রতিনিধি: অদ্য ১৪ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখ ২০.৪০ ঘটিকার সময় র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কড়িয়া বাজার এর আঁখ (কুশার) মাপার ঘরের পশ্চিম পাশের্^ হইতে ০১ জন মাদক ব্যবসায়ীসহ ৬৫ (পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আসামী মোঃ সাগর ইসলাম (১৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-কড়িয়া বাজার, থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসিতেছিল।