1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

জীবন নিউজ প্রতিনিথি : কক্সবাজারের টেকনাফে স্বশস্ত্র ডাকাত নির্মূলে র‌্যাবের অভিযানে বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত সর্দার নিহত হয়েছে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার ভোরে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে গোলাগুলির সংবাদ পেয়ে ডাকাত বিরোধী অভিযানে যায়। এসময় পাহাড়ে অবস্থান করা ৬/৭জন স্বশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মোঃ সোহেল আহত হন। এরপর র‌্যাব সদস্যরাও সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে ডাকাত দল পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।

গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে থ্রি-কোয়ার্টার গান, ওয়ান শুটার গান, ৪টি তাঁজা কার্তুজ, ৩টি খালি খোসা, নগদ ১শ টাকাসহ মানি ব্যাগ, মোবাইল, মিয়ানমারের ১১টি ও দেশি সিমকার্ডসহ মোবাইল এবং গুলিবিদ্ধ অবস্থায় পাহাড়ে সক্রিয় থাকা ডাকাত দল নুরুল আমিন গ্রুপের সর্দার নুরুল আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। র‌্যাব-১৫ এর তথ্য অধিদপ্তর শাখা এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews