1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

দাদার শোতে দিদি হাজির

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও বলিউড অভিনেত্রী রানি মুখার্জি দু’জনই কলকাতার। অনেকদিন পর কোনও রিয়েলিটি শোতে আবারও এই দুই বাঙালিকে একফ্রেমে দেখা গেল।
দাদা নামেই খ্যাত সৌরভের অনুষ্ঠানে অনেকটা হুট করেই হাজির হন বলিউড নায়িকা রানি, কলকাতার বাঙালীদের দিদি।
গাঙ্গুলির উপস্থাপনায় ‘দাদাগিরি’তে অংশ নিলেন রানি। তবে অনুষ্ঠানটির সেটে অতিথি হয়ে গিয়ে সঞ্চালককেই একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ৩৯ বছর বয়সী এই তারকা!
‘হিচকি’ ছবির প্রচারণার জন্য রানি এখন কলকাতায়। কখনও হেঁচকি ভুগিয়েছিল কিনা গাঙ্গুলির কাছে জানতে চান রানি। কীভাবে তা থেকে উতরে উঠলেন, তিনি শুনিয়েছেন সেই গল্প। রানি নিজেও এই দুর্বলতায় ভুগেছেন, তাও নাকি ২২ বছর!
ভারতীয় মিডিয়া বলছে, সৌরভ ও রানি উভয়ে নিজ নিজ অঙ্গনে তুমুল জনপ্রিয়। তাই ‘দাদাগিরি’র এই পর্বটি পুরোপুরি অন্যরকম লাগবে দর্শকদের। সম্প্রতি এর শুটিং হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews