1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ৮০ কৃষকের ২০ বিঘা পানের বরজ পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে কুয়েট উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মা ও তার শিশু সন্তান নিহত

দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ নাজিবের স্ত্রীকে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী ব্যাপক আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে দেশটির দুর্নীতি দমন কমিশন কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। খবর এএফপির।

মঙ্গলবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের সদরদপ্তরে নাজিবের স্ত্রী রোজমাহ মানসুরকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) এক কোটি ৬০ লাখ ডলার নাজিব রাজাকের নিজ ব্যাংক হিসাবে কিভাবে জমা হলো – এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় রোজমাহকে।

নাজিব বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।  নাজিব ওয়ানএমডিবির উপদেষ্টামণ্ডলীর চেয়ারপারসন ছিলেন।

জিজ্ঞাসাবাদের পর রোজমাহ মানসুরের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘রোজমাহ তদন্তে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তদন্ত কর্মকর্তারা তার সঙ্গে ভালো আচরণ করেছেন। তার বয়ান রেকর্ড করা হয়েছে।যখনই তাকে ডাকা হয় যেন ভালোভাবে সহযোগিতা করেন।’

গত মাসে পুলিশ ‘ওয়ান এমডিবি’ কেলেঙ্কারির ঘটনায় নাজিবের ভূমিকার ব্যাপারে তদন্তের অংশ হিসেবে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা দুটি বিলাসবহুল বাসভবনে অভিযান চালিয়ে নগদ অর্থ ও দামি অলংকারের অনেক ব্যাগ উদ্ধারের পর এখন সবার নজর রোসমাহ মানসুরের ওপর।

বিলাসবহুল জীবনযাপনের জন্য অনেক পরিচিত রোসমাহ তিনটি গাড়ির একটি বহরে করে দুর্নীতি দমন সংস্থায় পৌঁছান।

মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) সাবেক তদন্ত ও গোয়েন্দা পরিচালক আব্দুল রাজাক ইদ্রিস এএফপিকে বলেন,‘ব্যাপক দুর্নীতির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।তার ব্যাংক হিসাব এবং সম্প্রতি দু’টি বাসভবনে পুলিশি অভিযানে পাওয়া তার নগদ অর্থ ও অংলকারের উৎসের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’

সূত্র: বাসস ও চ্যানেল নিউজ এশিয়া

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews