তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রাত আড়াইটার দিকে বালিগাঁওয়রে রফিক মুন্সির বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা লুটপাট করে এবং তাদের হামলায় তিনজন আহত হয়। ডাকাত দল ফিরে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তারা এসে ডাকাত দলের দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ডাকাতদের হামলায় আহত তিনজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন দুই ডাকাতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।