জীবন নিউজ প্রতিনিধি : চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টির বাগড়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। শনিবারই যেমন বৃষ্টির খড়গে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণীর একটা বলও মাঠে গড়ায়নি, গ্রুপ পর্বে বেশি পয়েন্ট অর্জন করায় নিউজিল্যান্ড হয়ে গেছে বিশ্বকাপের তৃতীয় সেরা দল।
তবে ফাইনালে যদি বৃষ্টির বাগড়ায় খেলা না-ই হয়, খেলা গড়াবে রিজার্ভ ডে-তে। ১০ ফেব্রুয়ারিকে ফাইনালের রিজার্ভ ডে হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি।
আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য ভারি বৃষ্টির ভবিষ্যদ্বাণী মিলছে না মোটেও। সারাদিন আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। ফলে বিশ্বকাপের ফয়সালা কাল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।