মুক্তির অপেক্ষায় ‘ভির দি ওয়েডিং’। সিনেমার জোর প্রচরাণা করেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান, সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে করিনা যা বললেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠবে। করিনা বলেন, ‘ভির দি ওয়েডিং সিনেমায় আমি কালিন্দির চরিত্রে অভিনয় করেছি। কিন্তু, বাস্তব জীবনে কালিন্দির সঙ্গে আমার মিল অনেকাংশেই নেই।’
কারণ হিসেবে প্রথমে বিয়ের কথা উল্লেখ করেন করিনা। তিনি বলেন, ‘বিয়ের আগে অনেকেই আমাকে সাবধান করেছিলেন। বিয়ে করলে কেরিয়ার শেষ হয়ে যাবে বলেও আমাকে সাবধান করা হয়।’ করিনা আরও বলেন, ‘আমি সব সময় ভালবাসার প্রত্যাশী। তাই ভালবাসার মানুষের সঙ্গে থাকার জন্য উদগ্রীব ছিলাম। সেই কারণেই বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিলাম আমি।’ বিয়ের আগে কেরিয়ার ‘তেল লে নে গ্যায়া’ বলেও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন বলে সিনেমাটির প্রচারণায় অকপট স্বীকারোক্তি বেবোর।