প্রচলিত ধারার ব্যাংকিংয়ের চেয়ে এগিয়ে যাচ্ছে শরিয়াহভিত্তিক ব্যাংকিং। আমানত ও ঋণের হিসাবে এক-চতুর্থাংশই ইসলামিক ধারার ব্যাংকগুলোর দখলে রয়েছে। এ দুইটি সূচকের মাধ্যমেই বোঝা যায় একটি ব্যাংক কত বড়ো। অন্যদিকে যেসব সূচকের মাধ্যমে ব্যাংকের শক্ত অবস্থান প্রকাশ করে সেসব সূচকেও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো এগিয়ে রয়েছে। ইসলামি ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি প্রতিবেদন তেমনই তথ্য দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে—গেল সেপ্টেম্বর পর্যন্ত ইসলামি ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১১০ কোটি। যেখানে দেশের ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ ১০ লাখ ৯৩ হাজার ২৪০ কোটি টাকা। অর্থাত্ ইসলামি ধারার ব্যাংকিংয়ে আমানত মোট আমানতের প্রায় ২৪ ভাগ।বর্তমানে দেশে ৫৯টি ব্যাংক রয়েছে। এরমধ্যে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং কার্যক্রম করে আটটি ব্যাংক। এ ছাড়া ৯টি প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকের ১৯টি শাখা এবং আটটি প্রচলিত ব্যাংকের ৬১ উইন্ডো রয়েছে। এর বাইরে দেশের সব ব্যাংক ও শাখা প্রচলিত ধারার। অর্থাত্ ইসলামি ধারার ব্যাংকগুলোর যেখানে চার ভাগের এক ভাগ দখলে রয়েছে সেখানে অন্য সব ব্যাংক মিলে তিন ভাগ।