1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ভারতের বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে মোট আরোহী ছিলেন ২৪২ জন। এদের মধ্যে ২৩২ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। তবে মোট যাত্রীদের মধ্যে বিদেশি রয়েছেন ৬১ জন।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়েতে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

বিমানের ৬১ জন বিদেশি যাত্রীর মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। বাকি ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন সেই ফ্লাইটে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা গেছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো। এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews