1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

ভারতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

ভারতের কেরালায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আক্রান্ত ওই ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে রাজ্য সরকার। এর আগেও ভারতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের খবর সংবাদ মাধ্যমে এলেও এবারই প্রথম সরকার রোগী সনাক্তের কথা স্বীকার করলো।

বিবৃতিতে বলা হয়, ওই রোগীকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় অন্তত ৪০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া দিল্লি ও মুম্বাইয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আলাদা ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ জানুয়ারির পর যারা চীন থেকে এসেছেন, তাদের মধ্যে কারও মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭শ’ ৭১ জন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews