1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ভারত শিক্ষা দিয়েছে, আর পেঁয়াজ আমদানি নয়: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করা হবে না। আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত থেকে পেঁয়াজ আমদানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করব না আমরা। তারা গত বছর আকস্মিকভাবে আগে না জানিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। সে কারণে এবার পেঁয়াজ আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’ ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য সে দেশে বিভিন্ন সামগ্রী রপ্তানি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করছি, এ ঘাটতি কিছুটা কমানো সম্ভব হবে।’ ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এসব অনিয়মিত ঘটনা। এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। আর এসবের কারণে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।’ আজ শনিবার দুপুরে রংপুরনগরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আসন্ন রমজান মাসে সয়াবিন তেল আর চিনির কোনোও সংকট হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে যতটা সয়াবিন তেল আমদানি করা হচ্ছে, তার তিন গুণ বেশি আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে চিনি আমদানি করতে হবে না।’ দেশে উৎপাদিত সরকারি-বেসরকারি চিনি দিয়ে চাহিদা পূরণ করা যাবে বলে জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews