রাজধানীর ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন মাদক কারবারি আতাউর রহমান ওরফে আতা, বাপ্পি এবং মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা।
র্যাবের বরাত দিয়ে ঢাকাটাইমসের মেডিকেল প্রতিনিধি জানান, ভোর চারটার দিকে র্যাব-৪ এর একটি দল মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় অভিযান চালাতে যায়। র্যাবকে দেখে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। র্যাবের সহকারী পুলিশ সুপার সোলায়মান এবং কর্পোরাল মাজহারুল ইসলাম তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
পরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানানো হয়।
জানতে চাইলে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক মঞ্জুর কাদের ঢাকাটাইমসকে বলেন, ভোরে ভাষানটেকের দেওয়ানপাড়ার লোহারব্রিজ এলাকায় তিনজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।