1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

মানিকগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে শিবালয়ে একটি ওয়ার হাউজের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬৭ লক্ষ টাকার সিগারেট ডাকাতির ঘটনায় ৩১ লক্ষ টাকা মূল্যের সিগারেট উদ্ধার এবং ১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. বশির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ডাকাতের নাম মোহাম্মদ আলী (৪২)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আউটবাগ গ্রামের আছমত আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, সিসি ক্যমেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দল ধরতে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। এবং তার দেয়া তথ্যমতে পাশেই ছোট ভাই মামুনের বাড়ি থেকে লুণ্ঠিত ৩১ লক্ষ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৫টি ডাকাতির মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দিবাগত রাতে শিবালয় উপজেলার বরংগাইল রুমি ফিলিং স্টেশনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ওয়ার হাউজে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের স্বশস্ত্র ডাকাত দল ফিলিং স্টেশন ও গোডাউন কর্মচারীদের হাত-পা বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ব্যান্ডের প্রায় ৬৬ লাখ ৯৫ হাজার ৯৬৩ টাকার সিগারেট লুটে নেয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews