বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান প্রেসিডেন্টের গদিতে বসার আগেই মার্কিন মিডিয়ার সঙ্গে বাকযুদ্ধে জড়ান ডোনাল্ড ট্রাম্প।এক বছরের বেশি সময় পার হলেও সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। বুধবার সকাল থেকেই বেশ কয়েকটি টুইট করেছেন ট্রাম্প। এর মধ্যে একটিতে তিনি লিখেছেন, বছরের সেরা দুর্নীতিবাজ মিডিয়াকে সম্মান জানাবেন তিনি।
টুইটারে ট্রাম্প লিখেছেন, আমি সোমবার বছরের সেরা অসৎ এবং দুর্নীতিবাজ মিডিয়ার নাম ঘোষণা করতে যাচ্ছি। ফেইক (ভুয়া) সংবাদমাধ্যমগুলোর মধ্য থেকে অসততা ও খারাপ সাংবাদিকতার ওপর বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। সঙ্গেই থাকুন!