আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে সৌদি আরবে। দেশটির তায়েফে অবস্থিত জাতীয় নিরাপত্তা ভবনের কাছে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এক্সপ্রেস ডট কো ডট ইউকে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে কারা, কি কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
গত ২১শে এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদের বাইরে ব্যাপক গোলগুলির একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তারপর থেকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন্ সালমানকে না দেখা গেলে তার নিহতের খবর দেয় রুশ ও ইরানি গণমাধ্যম। তবে এক মাস পর সম্প্রতি প্রকাশ্যে আসেন সালমান।