1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা: উত্তর কোরিয়া আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার আবারও চারদিনের রিমান্ডে সালমান এফ রহমান ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও অর্থনৈতিক জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত জাম খাওয়ার সময় সতর্কতা ১৪৮ রান করে বিদায় নেন শান্ত

স্ত্রীর পরকিয়ায় স্বপ্নের সংসার তছনছ কাপাসিয়ায় প্রবাসী স্বামী সোহাগ নির্যাতনের শিকার,কষ্টার্জিত অর্থ আতœসাতের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

হাজী সাইফুল ইসলাম :স্বামী ও তার পরিবারের লোকজনের দ্বারা স্ত্রী বা নারী নির্যাতনের ঘটনা নতুন কিছু না। মানব সমাজে আদিম যুগ থেকে নারী নির্যাতন প্রতিদিনকার ঘটনা। কালে-কালে, যুগে-যুগে নারীদেরই নির্যাতনের মাধ্যম হিসাবে ব্যবহার করেছে পুরুষ। আজও এর ব্যতিক্রম ঘটেনি। তবে দিন যে বদলায়নি তা নিশ্চিত করে বলা কঠিন। কেননা আধূনিক যুগে নারীরা তাদের চিন্তা চেতনায় অনেক পরিবর্তন ঘটিয়েছেন। বাংলাদেশে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষরা ব্যাপক ভাবে প্রতিনিয়ত ও প্রতি মূহুর্তে নির্যাতিত হচ্ছে। নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণীর পুরুষ মানুষ আজকে কোন না কোন নারী দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। মানুষের জীবনে কয়েক রকম ভাবে নির্যাতনের ঘটনা ঘটতে পারে, কেউ শারীরিক, কেউ মানসিক, কেউ দৈহিক-আর্থিক, কেউ সামাজিক ভাবে নির্যাতিত হচ্ছে। পাশাপাশি হচ্ছে শাসন-শোষনের স্বীকার, ঘরে বাইরে এ নির্যাতনের ঘটনা ঘটছে। নারী ও শিশু নির্যাতন আইনের অপব্যবহারও হচ্ছে বহু ক্ষেত্রে। এ আইনে দায়ের করা মামলার সিংহ ভাগই শেষ পযর্šÍ মিথ্যা মামলা হিসাবে প্রমানিত হচ্ছে। তবে এবার প্রবাসীর স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়ে স্বামীর কষ্টার্জিত সমুদয় টাকা আত্বসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীকে তার পিতার বাড়ি থেকে ফিরিয়ে আনতে স্বামী স্থানীয় ভাবে বহু দেন-দরবার করে ব্যর্থ হয়ে আদালতের স্মরনাপন্ন হয়েছে। অথচ দুই সন্তানের জননী নাহিদা আক্তার লিমা তার পিতার বাড়িতে থেকে পরিবারের কু-পরামর্শে স্বামী মোঃ সোহাগের বিরুদ্ধে যৌতুক দাবী ও নির্যাতনের ঘটনা সাজিয়ে আদালতে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাট গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রাওনাট পূর্ব পাড়ার নাজিম উদ্দিনের পুত্র মোঃ সোহাগ (৩০) ২০১১ইং সালে ২৩ মে পাশর্^বর্তী দেইলগাঁও গ্রামের মোহাম্মদ আলী মিন্টুর কন্যা নাহিদা আক্তার লিমা (২৫) কে বিয়ে করে। দুই পরিবারের যথেষ্ট পছন্দের ফলে তাদের দাম্পত্য জীবন খুব ভাল ভাবেই চলছিল। পরিবারে একটু সুখ ও স্বচ্ছলতার জন্য এবং পিতা-মাতার অসুস্থ্যতা জনিত কারনে পারিবারিক সিদ্ধান্তে বছর খানেক পর জমি বিক্রি করে চাকুরীর উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেন। ভাল বেতন এবং পদস্থ কর্মকর্তা হওয়ায় বছর শেষে দেশে আসেন। কয়েক মাস ছুটিতে থেকে আবার বিদেশে চলে যায়। মাস শেষে সমুদয় টাকা পরিবারের খরচের জন্য তার স্ত্রীর নিকট পাঠিয়ে দেয়। এভাবেই চলছিল তাদের স্বপ্নের সংসার। বছর ঘুরতে না ঘুরতে বিপত্তি ঘটলো স্ত্রীর পরকিয়ায়। মুহূর্তের মাঝেই স্বপ্ন ভেঙ্গে চুড়মার হয়ে গেছে। ফলে সোহাগের প্রবাস জীবনে শুরু হয় মানসিক অশান্তি ও নির্যাতন। সোহাগের মাতা মিনারা খাতুন জানান, সোহাগ সিঙ্গাপুর চলে যাবার পর থেকে তার পুত্র বধূ নাহিদা আক্তার লিমা সারা দিনই সুযোগ বুঝে ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে পর পুরুষের সাথে কথা বলে। বহুবার বাধা নিষেধ করে ব্যর্থ হয়ে তার পরিবারকে জানিয়েছি। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে মোবাইলে আরো বেশী বেশী কথা বলতে থাকে। এক পর্যায়ে সে তার শাহারিন জাহান তোয়া নামে এক কন্যা শিশুকে নিয়ে কাউকে কিছু না বলেই পিতার বাড়ি চলে যায়। তারপরও পরিবারের পক্ষ থেকে তার সাথে সব সময় যোগাযোগ এবং ভাল মন্দ খোঁজখবর রাখা হয়েছে। সোহাগ প্রতি মাসে তার স্ত্রীর নামে টাকা পাঠিয়েছে। বছর শেষে সোহাগ দেশে আসার খবর দিলে ওই দিনই লিমা তাদের বাড়িতে আসে এবং এয়ারপোর্ট গিয়ে এক সাথে বাড়িতে আসে। বেশ ভালই চলছিল, কিছুদিন যেতে না যেতে সেই আগের অবস্থা। স্বামী সোহাগকে ফাঁকি দিয়ে তাদের আত্বিয় জনৈক এক লোকের সাথে মোবাইল ফোনে পরকিয়ায় লিপ্ত হয়েছে। সোহাগ তাকে বুঝানোর চেষ্টা করলে, তাকে নানা ভাবে ভয়-ভীতি ও জীবন নাশের হুমকীসহ বিভিন্ন অপবাদ দিয়ে পিতার বাড়িতে চলে যায়। এর পর সোহাগের পিতা, মামা, চাচাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার পরিবারের সাথে কথা বলে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। বরং তার পরকিয়া ভাব ও বেপরোয়া চলাফেরার মাত্রা আরো বাড়তে থাকে এবং সোহাগকে প্রাণ নাশের হুমকী অব্যাহত রাখে। এব্যাপারে সোহাগ বাদী হয়ে গত ২০১৫ সালের ২৩ আগষ্ট কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়রী (নং- ৯৯০) করেন। এর পর আরো দুই দফা বিদেশ থেকে দেশে এসে বউকে পরকিয়ার হাত থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গত ২০১৭ সালের ৭ ফেব্রæয়ারী চাকুরী ছেড়ে দিয়ে দেশে চলে আসেন।
এব্যাপারে সোহাগ জানান, বউ বাচ্চাদের সুখের জন্য বহু আশা আকাঙ্খা নিয়ে জায়গা জমি বিক্রি করে সিঙ্গাপুর গিয়েছিলাম। প্রায় লাখ টাকা বেতন পেয়ে খরচ শেষে সব টাকা পয়সাই স্ত্রীর হাতে তুলে দিয়েছি। প্রয়োজন-অপ্রয়োজনে সে তার ইচ্ছামতো খরচ করেছে। তাতেও আমার এবং আমার পিতা-মাতার কোন আপত্তি নেই। অথচ বিনা কারনে তার পরিচিত জনৈক এক ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে সাজানো সংসারটাকে তছনছ করে দিয়েছে। বর্তমানে তার স্ত্রী লিমা পিতার বাড়িতে অবস্থান করলেও বউ ও দুই সন্তানের ভরন-পোষন, চিকিৎসা খরচ দিয়ে যাচ্ছিলেন। স্ত্রীর পিতা মোহাম্মদ আলী এলাকার একজন সু-চতুর চালাক প্রকৃতির লোক। নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য প্রভাব খাটিয়ে গায়ের জোরে মেয়েকে দিয়ে চলতি সালের ১৩ ফেব্রæয়ারী সোহাগ, পিতা- নাজিম উদ্দিন ও মাতা মিনারা খাতুনের বিরুদ্ধে যৌতুক দাবীর ঘটনা সাজিয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। ফলে শিশু কন্যা ও পুত্র তাদের পিতৃ¯েœহ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া অসামাজিক বিভিন্ন অপবাদ দিয়ে হেয়-প্রতিপন্ন ও তার সু-শৃঙ্খল জীবনকে বিষিয়ে তুলেছে বলে সোহাগের দাবী। এর থেকে পরিত্রানের জন্য সমাজ, সংসার ও গণ্যমান্যদের প্রতি জোর দাবী জানিয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews