সোমবারও আর্চারি নারী কমপাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন সোমা বিশ্বাস। বিদেশের মাটিতে তার এ সাফল্য দেশের প্রতি আরও মমত্ব বাড়িয়েছে। আর তাইতো এমন জয়ে বিদেশের মাটিতে কেঁদে ফেললেন সোমা।
জয়ের পর গণমাধ্যমকে অনুভূতি জানাচ্ছিলেন আর্চার সোমা বিশ্বাস তখনও তার চোখ দুটো ছলছল করছিল। তার এ জয়ের পেছনে যাদের ভূমিকা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।এ সময় তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসব। আমার টিম, কোচ তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসছি। তাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আমি কখনও আসতে পারতাম না।’