1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো ৪ দিনে বাসে অতিরিক্ত আদায়কৃত ১ লাখ ৬০ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাই টানা ১৮ দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল দাম নিয়ে আড়তদারদের আশ্বস্ত করলেন ট্যানারি মালিকরা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে ভারতের বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন ভারতের বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

৬৫ দিন পর যুবদল নেতা মুক্ত, ফের গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

৬৫ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পাওয়ার পর আবারো কারাগারের সামনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের আপন ছোট ভাই। খোরশেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা নিয়ে গণসংযোগ করে আসছিলেন এবং তিনি সিটি কর্পোরেশেনের টানা দুবার নির্বাচিত কাউন্সিলর।

এর আগে পৌরসভা থাকার সময়েও তিনি একই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

হাইকোর্টের জামিনের আদেশ বুধবার নারায়ণগঞ্জ কারাগারে পৌঁছালে কারাগার থেকে বের হন খোরশেদ। পরে কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

কাউন্সিলর খোরশেদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার জানান, মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিনের আদেশ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পৌঁছে। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ২০১৭ সালের ৯ সেপ্টেম্বরের একটি মামলায় তাকে কারাগারের সামনে থেকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রবিবার মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত ১৯ মার্চ দুপুরে শহরের মাসদাইর এলাকায় আদর্শ স্কুলে নির্বাচন কমিশনের অধীনে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠান থেকে আটক করে পুলিশ। এর পর সদর মডেল থানার একটি ও ফতুল্লা মডেল থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওইসব মামলায় তাকে কায়েক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর থেকে এখনও পর্যন্ত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ কারাগারে বন্দি আছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews