অর্থনীতি ডেস্ক: চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ২৯ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মাসের এই সময় পর্যন্ত প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৮ কোটি ১৩ লাখ ডলার। রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। ব্যাংকটির হিসাবে প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে, অক্টোবরের প্রথম ২৫ দিনের রেমিট্যান্সের অর্থমূল্য দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকা।
পূর্ববর্তী মাসের পরিসংখ্যানেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ছিল। গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলারের রেমিট্যান্স। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করেন, প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও রেমিট্যান্স নতুন রেকর্ড ছুঁতে পারে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড