অঞ্জনা শিরোনামের গানের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মনির খান। সংগীত ক্যারিয়ারের প্রত্যেকটি অ্যালবামে রেখেছেন অঞ্জনা শিরোনামের বিশেষ গান। অধিংকাশ গানই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের অনুরোধে ফের অঞ্জনাকে নিয়ে নতুন গান গেয়েছেন তিনি।
গানের শিরোনাম ‘অঞ্জনা ২০২০’। সম্প্রতি এমকে মিউজিক’র ইউটিউবে প্রকাশ পায় গান-ভিডিও ‘অঞ্জনা ২০২০২’। এটি অঞ্জনাকে নিয়ে মনির খানের ৪৩তম গান। তিনি জানান, শ্রোতাদের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করার একটি প্রয়াস আমাদের এ গান। প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি।
ওরে তোর শরীরে মীর জাফরের রক্ত/তোর পিতা-মাতা সীমারের ভক্ত/রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি/বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি/দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে টান/তবু তোর প্রতি আছে আমার আজও অনেক সম্মান/লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান- এমন কথার গানটির কথা, সুর ও সংগীত করেছেন মনির খান
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম