অবসরে গেলেও এখন থেকে রেশন পাবে পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তবে এ বছর ১ জানুয়ারির পর যারা অবসরে যাবেন শুধু সে সকল পুলিশ সদস্যকে এ সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়।
অবসরের পর রেশনসুবিধা চেয়ে পরপর দুই দফা পুলিশ সপ্তাহে দাবি তুলেছিলেন বাহিনীর সদস্যরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবারের দুই সদস্যের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন । একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্ধ বা আতপ চাল ২০ কেজি , আটা পাবেন ২০ কেজি, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ভোজ্যতেল পাবেন সাড়ে ৪ লিটার। অবসরপ্রাপ্ত পুলিশ পরিবারের সদস্য একজন হলে রেশন সুবিধা পাবেন অর্ধেক।
আরও বলা হয়েছে, যেসব পুলিশ সদস্য চলতি বছরের ১ তারিখ বা এরপর অবসরে গেছেন তারা এই সুবিধা পাবেন। এর আগের কোন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এ সুবিধা পাবেন না। সন্তানদের বয়স ২১ বছর হওয়া পর্যন্ত এ সুবিধার আওতায় পরবে। অবিবাহিত মেয়ে, শারীরিক প্রতিবন্ধী সন্তান আজীবন এই সুবিধা পাবেন। তবে স্বামী ও স্ত্রী দুজনেই পুলিশ সদস্য হলে বা তাঁদের কোনো একজনের রেশন সুবিধা আছে বা এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম