জীবন নিউজ, রাজশাহী: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়ন যতই হোক, আচরণ খারাপ হলে উন্নয়ন কাজে আসে না। আচরণে যারা খারাপ আছেন, দয়া করে তারা সংশোধন হোন। আচরণ ভালো হলেই সরকারের উন্নয়ন কাজে দিবে, জনগণের কাছে আওয়ামী লীগ গ্রহণযোগ্য হবে।'
বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জেলা ও নগর আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা চিহ্নিত সন্ত্রাসী, জমি দখলকারী, চাঁদাবাজ, অপরাধী ও অপশক্তি তাদের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। অপকর্মকারীকে কেউ দলে টানবেন না। তাদের দলে জায়গা দিয়ে দল ভারী করার প্রয়োজন নেই। মনে রাখবেন আমরা একটি ভোটের জন্য রাজনীতি করি না। আমরা আগামী প্রজন্ম ও আগামী সংসদ নির্বাচনের জন্য রাজনীতি করছি।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন, তার হয়েই সকলের কাজ করতে হবে। যদি কেউ তা না করেন তার জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে।'
ওবায়দুল কাদের বলেন, ‘জাতি হিসেবে আমরা ধন্য। জাতি হিসেবে আমাদের আরেক দফা উন্নত হয়েছি। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আবারও প্রমাণ হয়েছে বঙ্গবন্ধু শুধু বাঙ্গালির নয়, সারাবিশ্বের নেতা। যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা ততদিন বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ে থাকবেন।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম