জীবন নিউজ, ঢাকা : আজ লগি-বৈঠার সেই ২৮ অক্টোবর। ২০০৬ এই দিনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়। মিডিয়ার কল্যাণে সেই নির্মম দৃশ্য গোটা বিশ্ববাসী দেখতে পেয়েছে।
আজ থেকে এগারো বছর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর। ওইদিন ছিল চারদলীয় জোট সরকারের ক্ষমতার ৫ বর্ষপূর্তির দিন। ক্ষমতা হস্তান্তরের এই দিনে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজন করা হয়েছে জনসভার। ২৮ অক্টোবর সকাল ১০টা থেকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত জনসভায় আগতদের উপর হামলা শুরু করে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। একপর্যায়ে তুমুল জামায়াতে ইসলামীর জনসভায় হামলা চালায় ১৪ দলীয় জোটের লোকেরা। ওই ঘটনায় মাসুম, শিপন, মুজাহিদ, রফিক ও ফয়সাল প্রাণ হারায়।
নিরস্ত্র মানুষের উপর হামলা ও লাশের উপর নৃত্য করার মতো বর্বরতম ঘটনা সে দিন গোটা মানব সভ্যতাকে হতবাক করেছিল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম