আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সোমালিয়ার প্রায় ৬০ লাখ মানুষের এ বছর মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটি কয়েক দশকের গৃহযুদ্ধ, আল-শাবাবের রক্তাক্ত বিদ্রোহ ও ঘন ঘন জলবায়ু বিপর্যয় সহ্য করছে। অর্থনীতিও ভেঙে পড়েছে দেশটির। খবর, আরব নিউজের।
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ’র এক বিবৃতিতে জানানো হয়েছে এমন তথ্য। দেশটি অচিরেই একটি জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। এজন্য ১৪৩ কোটির তহবিল আবেদনের কাজ শুরু হয়েছে।
ওসিএইচএ আরও জানিয়েছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের বৃষ্টিপাতের কারণে দেশটি বর্তমানে ব্যাপক শুষ্ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।ৃ
প্রসঙ্গত, সোমালিয়ান সরকারের সঙ্গে সম্প্রতি একটি তহবিল আবেদন করেছে ওসিএইচএ। এর লক্ষ্য হলো দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রায় ৪৬ লাখ মানুষকে সহায়তা করা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড