সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ট্রোল হওয়া ডালভাত হয়ে গেছে। বিশেষ করে বলিউড নায়িকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে হামেশাই অপদস্থ হতে হয়। এবার পরিণীতি চোপড়া তাঁর চুলের রং নিয়ে রীতিমতো ট্রোলের শিকার হলেন। তবে এই বলিউড সুন্দরী আগেও এই ট্রোলের শিকার হয়েছেন। তখন ট্রোল হয়েছিলেন তাঁর টাইট নীল রঙের পোশাকের জন্য। আবার তিনি প্রচারের আলোয় চলে এসেছেন। এবার এই বলিউড সুন্দরী আলোচিত হচ্ছেন তাঁর চুলের জন্য। পরিণীতি তাঁর চুলের রং বদলে লাল করেছেন।
পরিণীতির এই নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে। এমনকি তাঁর এই লুক নিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গেও তুলনা করা হচ্ছে। একটি ছবিতে ক্যাটরিনাকেও এই লুকে দেখা গেছ। সবার মতে, এই লুকে ক্যাটরিনাকে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল। তাঁর পাশে পরিণীতি কিছুই না।
পরিণীতি এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজেকে নতুন লুকে দেখতে চেয়েছিলেন। তা আগে কখনো করেননি। আর একটা ছবির জন্য এই লুক ট্রাই করা হয়েছে। ছবির প্রযোজক নাকি তাঁকে এই লুকে দেখতে চেয়েছিলেন।
পরিণীতি চোপড়ার ছবি ‘নমস্তে ইংল্যান্ড’ মুক্তির প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন অর্জুন কাপুর। এখন তিনি ব্যস্ত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘জবরিয়া জোড়ি’ ছবির শুটিংয়ে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম