নিউজ ডেস্ক: ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৬ দিন বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগমী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যক্তিগত আয়করদাতাদের আয় ও সম্পদের বিবরণী দাখিলের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে এলো এই ঘোষণা এলো। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়াদ বাড়াল এনবিআর।
আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা দেয়ার শেষ সময় ৩০ নভেম্বর (পূর্ববর্তী জুনে শেষ হওয়া অর্থবছরের জন্য)। বোর্ড চাইলে মেয়াদ বাড়াতে পারে। গত বছরের ১৭ নভেম্বর এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে এনবিআর আবারও সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত করে।
এনবিআর সূত্র থেকে আগেই জানা গিয়েছিল, কর আইনজীবীদের আবেদন এবং রিটার্ন জমার গতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সময়সীমা আরেক দফা বাড়ানোর চিন্তা করা হচ্ছিল।
এদিকে, পৃথক আরেক বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলোর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও বাড়িয়েছে এনবিআর। প্রতিষ্ঠানগুলো এখন ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ মার্চ পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবে।
এর আগে, কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছিল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম