জাহিদুর রহমান রবিন : আশুলিয়া ইউনিয়ন ধলপুর এলাকায় ব্যবসায়ী জুয়েল এর উপর একই এলাকার শাহাবুদ্দিন নামধারী যুবদল নেতার হামলা । এ বিষয়ে জুয়েল মিয়া আমাদের বলেন আমি দীর্ঘদিন যাবত এলাকায় ময়লার ব্যবসা করতেছিলাম। কিন্তু গেলো ৫ এর আগষ্ট এর পর থেকে এলাকার নাম ধারী যুবদল নেতা আমার কাছে চাঁদা দাবি করে। আমি না দেওয়াতে নামধারী যুবদল নেতা আমার উপর এবং আমার পরিবার এর উপর ৩০ থেকে ৪০ জন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং আমাকে হত্যার উদ্দেশ্যে আসে।
এই সময় আমার এবং আমার পরিবার এর চিৎকারে এলাকাবাসী আসলে নামধারী যুবদল নেতা পালিয়ে যায়। এলাকায় আমি গত কয়েক বছর ময়লার ব্যবসা করতেছিলাম। কিন্তু গেল ৫ এ আগষ্ট এর পর থেকে যুবদল নেতা আমার ব্যবসার উপর কুনজর দেয় এবং আমার কাছে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে। আমি না দেওয়াতে আমার উপর হামলা চালায়।
তিনি আমাদের আরো বলেন এই বিষয়ে জুয়েল মিয়া আমাদের আরো বলেন আমার পরিবার এবং এলাকার সবাইকে জানিয়ে আমি মামলা করার জন্য সিদ্ধান্ত নিবো কিন্তু এই বিষয়ে শাহাবুদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি আমাদের বলেন আমি এই সকল কিছু জানি না আমি যুবদল নেতা এলকায় খোঁজ খবর নিয়ে দেখেন। জুয়েল খারাপ লোক ফিটিং ধরে ইত্যাদি। কিন্তু গঠনার ভিডিও ফুটেজ রয়েছে
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড