সাভারের আশুলিয়ায় বাসের চাপায় পিষ্ট হয়ে শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম উইলিয়াম মার্ডি। তিনি রাজশাহীর গোদাগাড়ি থানার দেবি লাল মার্ডির ছেলে। ২০১৫ সালে পুলিশে যোগদান করেন তিনি। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান শামীম জানান, সকালে মেডলার কারখানায় নিরাপত্তার দায়িত্ব পালন করতে যান উইলিয়াম মার্ডি।
রাস্তা পার হওয়ার সময় ক্ল্যাসিক পরিবহনের একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উইলিয়ামকে মৃত ঘোষণা করেন। শামীম আরও জানান, এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড