আলমাস হোসেন: সাভারের আশুলিয়ায় পূর্ব শক্রুতার জের ধরে এক যুবলীগ নেতার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী যুবলীগ নেতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না।
এলাকাবাসী জানায়, পূর্ব শক্রুতার জের ধরে গেল ৩১ মে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজন ভুইয়ার প্রিমিও একটি প্রাইভেট কার ৩৮ লক্ষ টাকা মুল্যের আগুন দিয়ে পুড়িয়ে দেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের মৃধা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা। পরে গেল ১ জুন আবু তাহের মৃধাকে প্রধান আসামী করে সাত জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন যুবলীগ নেতা রাজন ভুইয়া। মামলার আসামীরা হলেন আবু তাহের মৃধা (৪৬),আব্দুস সালাম মৃধা (৫২),বাহাদুর মৃধা (২৬),সুজন মিয়া (৩০),রানা সরকার (২৬),শাওন মিয়া (২২),ও সুমন মিয়া (৩৪)। ভুক্তভোগী রাজন ভুইয়া জানান মামলার পরে আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উল্টো আসামীরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে অন্যথায় মামলা তুলে না নিলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দিচ্ছে তারা।
এবিষয়ে সাভারের সাংসদ ডা.এনামুর রহমান বলেন, সাভার ও আশুলিয়ায় অপরাধীদের কোন ঠাই নেই অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে।
আসামীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন এমন প্রশ্ন করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল বলেন, আসামীরা পলাতক তাই তাদের খুজে পাওয়া যাচ্ছে না। আজ-কালের মধ্যে আসামীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম