এহতেশামুল হক ( মাশুক) : গতকাল ইউনিভার্সেল চিল্ড্রেন ডে ২০২৪ উপলক্ষে "সম্প্রীতি ও সৌহার্দ্য " আমরা সবার - সবাই আমাদের) সংগঠনের উদ্যোগে রাজধানীর শহীদ আলাউদ্দিন পার্ক (বাসাবো) তে এক বিশাল মিলন মেলার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ বেঁধেছি সকল শিশুর জুটি ইউনিভার্সেল চিলড্রেন্স ডে ২০২৪ রঙে রাঙিয়ে... নিজেকে হারিয়ে... "শিশু-কিশোরদের মাঝে হারিয়ে যেতে নেই মানা" শিশুদের সহায়ক পরিবেশ গড়তে ও সামাজিক অনুষ্ঠানে শিশু উপস্থিতি সামাজিক বন্ধন দৃঢ় করে মর্মে সমাজকর্মী ,পরিবেশকর্মী, নদী কর্মী , মানবতাবাদীদের ও জলবায়ু কর্মীদের সেতুবন্ধন গড়ার লক্ষে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। "সম্প্রীতি ও সৌহার্দ্য" আমরা সবার - সবাই আমাদের। সহযোগিতা, সহমর্মিতা, সৃজনশীলতা, সক্ষমতা ও সহনশীলতাই প্রত্যয় নিয়ে যে সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে-
★ পায়রা উড়িয়ে শিশুদের রাঙানো।
★ দেশাত্মক শপথ গ্রহণ।
১/ শিশুর মেধা ও শারীরিক বিকাশে সচেতনতা বৃদ্ধি।
২/ পরিবেশবান্ধব সমাজ গঠনে নদী,বায়ু, শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি
৩/ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার প্রশিক্ষণ।
৪/ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উপহার বিতরণ।
৫/ কেক কাটা।
৬/ ছোট হাত পতাকা উপর প্রদান।
৭/ মাথার পতাকা প্রদান।
৮/ দেশাত্মক গান পরিবেশন।
৯/ ছোট গল্প কবিতা প্রতিযোগিতা।
১০/ বড় বড় দেশাত্মক পতাকা ডিসপ্লে।
১১/ মুক্ত আলোচনা- দেশের প্রতি শিশুদের করণীয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম