বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামে মসজিদের ইমামসহ দুইজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতরা হলেন চাপাতলা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. বেল্লাল হোসেন (৪২) ও সোহেল মল্লিক (২৩)। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত সোহেল মল্লিকের পিতা জোহর মল্লিক বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহতরা জানান, শুক্রবার মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা সোহেল মল্লিককে বেধড়ক পেটাতে থাকে। এসময় ওই মসজিদের ইমাম হাফেজ মো. বেল্লাল হোসেন মসজিদ থেকে বের হয়ে তাকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম