বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি ও মহড়া। আর তারই জের ধরে এবার দু’দিনের সামরিক মহড়া শুরু করল দক্ষিণ কোরিয়া। জাপান সাগরের দ্বীপপুঞ্জের কাছে মহড়া শুরু করা হয়েছে বলে দাবি করেছে টোকিও।
অবশ্য, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিবৃতিতে সামরিক মহড়াকে নিয়মিত বিষয় বলে অভিহিত করা হয়। মহড়ায় যুদ্ধজাহাজ অংশ নেয় এবং বছরে দু’বার এটি অনুষ্ঠিত হয় বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, মহড়ায় নৌ, বিমান বাহিনীর অংশ নেওয়ার পাশাপাশি মেরিন কোর ও পুলিশসহ অন্যান্য বিভাগও অংশ নেবে। দক্ষিণ কোরিয় সীমানার মধ্যে বহির্শক্তির অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে প্রতিরক্ষা মহড়া দোকদো অনুষ্ঠিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে এই মহড়া চালানোকে কেন্দ্র করে সিউলের কাছে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে টোকিও। প্রাকৃতিক সম্পদ ও গ্যাস সমৃদ্ধ দ্বীপপুঞ্জকে দক্ষিণ কোরিয়া দোকদো বলে অভিহিত করলেও জাপান একে তাতেশিমা বলে থাকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড