শচীন টেন্ডুলকার কি শুধুই কিংবদন্তি ব্যাটসম্যান? স্মৃতির পাতায় এখনও ঝলমলে হিরো কাপের সেমিফাইনালে শেষ ওভারে শচীন-জাদু। শচীন তখন সবে কৈশোর অতিক্রম করেছেন। পরবর্তী সময়ে হাতের ব্যাটকে তরোয়ালের মতো ঘোরানোর পাশাপাশি তিনি হাতের বলকেও ব্যবহার করেছেন অস্ত্রের মতো। দলের প্রয়োজনে বার বার নিজেকে প্রমাণ করেছেন শচীন টেন্ডুলকার। সেই শচীনকেই কী না কভার ড্রাইভ মেরে দিল মোহাম্মদ কাইফের ছেলে কবীর! স্বয়ং শচীনই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে।আসল সত্যিটা হল, শচীন কিন্তু বাস্তবে বলটি করেননি। কাইফ তনয় একটি প্লে স্টেশনে ব্যাট করছিল! সেখানেই একটি টিভি স্ক্রিনে বল হাতে দেখা যায় শচীনকে। আসলে বোলিং মেশিন থেকে বেরিয়ে এসেছিল বলটি। সেটাকেই সজোরে হাঁকায় কবীর। লিটল মাস্টার এই সুন্দর ভিডিওটি পোস্ট করেন টুইটারে। লেখেন— জুনিয়র কাইফ কভার অঞ্চল দিয়ে দারুণ ভাবে বলটাকে পাঠাল। এমন খেলাই চালিয়ে যাও।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম