অনলাইন ডেস্ক: এআই আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করেছে। সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এআই। এবার গুগল ফটোসে যুক্ত হচ্ছে এআই ফিচার। ছবি এডিট করা হবে আরও সহজ ও আকর্ষণীয়। গুগল ফটোস অ্যাপে এসেছে একাধিক এআই পাওয়ারড ফিচার, যা ছবি তোলা ও এডিটিংয়ের ধারণায় উল্লেখযোগ্য বদল আনবে।
গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা এ বার সরাসরি ফটোসে অ্যাপে যুক্ত হয়েছে। প্রায়ই আমরা দেখি, ছবি তোলার সময় কেউ চোখ বন্ধ করে ফেলেছে, কারো মুখে হাসি নেই, বা কেউ ভুল করে সানগ্লাস পরে ফেলেছে। আগে এমন ছবি ঠিক করতে হতো বড় সফটওয়্যারে। এখন গুগল ফটোসেই তা করা যাবে।
এখন শুধু বলুন, ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’ বা ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’। এআই নিজে থেকেই ছবিটিকে প্রাকৃতিকভাবে ঠিক করে দেবে। এই ফিচারের ফলে ব্যবহারকারী এখন কয়েক সেকেন্ডে ছবিকে নিখুঁত করে তুলতে পারবেন। নতুন করে ছবি তোলার দরকার পড়বে না।
ফলে পারিবারিক ছবি, ট্রিপ বা বিশেষ দিনের ছবিকে এখন সহজেই করা যাবে পারফেক্ট। গুগলের জনপ্রিয় ইমেজ জেনারেটর ন্যানো বানানা এখন গুগল ফটোসে। এআই কয়েক মুহূর্তে সেই ছবিকে নতুন স্টাইলে সাজিয়ে দেবে। এর সুবিধা হলো কোনো আলাদা সফটওয়্যার বা ডিজাইন স্কিল ছাড়াই সাধারণ ছবি থেকে তৈরি করুন ইমাজিনারি ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট।
এছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য গুগল এনেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং। এখন আপনি মুখে কম্যান্ড দিলেই এআই ছবি এডিট করে দেবে। এর পাশাপাশি নতুন ফটো এডিটর ইন্টারফেস আনা হয়েছে। যেখানে টাচ বা জেসচারের মাধ্যমেও পরিবর্তন আনা যাবে। ফলে যারা এডিটিংয়ে অভ্যস্ত নন, তারাও সহজেই ছবিকে নিজের মতো করে সাজাতে পারবেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড