২০১৮ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আসর বসছে। ৯ থেকে ২৮ নভেম্বর লন্ডনে হবে সেই যুদ্ধ। তবে প্রতিযোগিতা শুরুর এক বছর আগেই শুরু হয়ে গেছে বিতর্ক। সেই বিতর্কের নাম আসন্ন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো। আর এই লোগো নিয়ে উত্তাল গোটা বিশ্ব।
জানা গেছে, দাবা চ্যাম্পিয়নশিপের যে বিমূর্ত লোগো প্রকাশ করা হয়েছে, তাতে অত্যন্ত অশালীন ভঙ্গিতে দেখা গেছে দু’জনকে। অনেকেই যৌন আসনের আদল খুঁজে পেয়েছেন সেই লোগোয়। লোগোয় আঁকা ছেলেটি কৃষ্ণবর্ণের, মেয়েটি শ্বেত। পুরুষ ও নারীর হাতে বিপরীত রংয়ের গুটি রয়েছে।
এতেই দানা বেঁধেছে বিতর্ক। সকলেই কার্যত এক বিষয়ে একমত। তা হল খেলাধুলোয় এমন লোগো বানানো হলে, এর খারাপ প্রভাব পড়বে তরুণ প্রজন্মের উপরে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়োজকদের বিরুদ্ধে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গ্র্যান্ড মাস্টারদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তবে কোনও সমালোচনা শুনতে নারাজ আয়োজকরা। তাদের যুক্তি, ‘‘চেকমেট নয়, দাবা হোক সোলমেট।’’ এবারের টুর্নামেন্টে এটাই নাকি স্লোগান। এই স্লোগানকে সামনে রেখেই তৈরি করা হয়েছে লোগো। আসলে লোগোটি তৈরি করেছে মস্কোর এক স্টুডিও। তবে কোনও অবস্থাতেই লোগো পরিবর্তন করা হবে না, বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড