বাংলা চলচ্চিত্রে অভিনয় দিয়ে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী পরীমনি। এবার অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠানও খুলে ফেলেছেন হালের এ অভিনেত্রী। নাম দিয়েছেন ‘সোনার তরি মাল্টিমিডিয়া।’ রবীন্দ্রনাথের কবিতা থেকে নাম পছন্দের বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই।
সোনার তরীর প্রথম ছবির নাম, নির্মাতা এবং কোনো ধরনের গল্প নিয়ে ছবি নির্মিত হবে এ বিষয়ে শিগগিরই জানানোর কথা দিয়ে পরীমনি বলেন, ‘চলচ্চিত্রের বাঁক বদলের জন্য ভালো ছবির বিকল্প নেই। ভালো ছবি নির্মিত হচ্ছে না এমন নয়, কিন্তু তার সংখ্যা খুব একটা বড় নয়। সে সংখ্যা আরও বাড়ানো যায় কি-না, সে চেষ্টা থেকেই প্রযোজনায় আসা।’
পরীমনির নতুন ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। এছাড়া রয়েছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম