রাশিয়ার ২৩ কূটনীতিককে ব্রিটেনের বহিষ্কার করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।
সাবেক রুশ দ্বৈত গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট গ্যাস ব্যবহারে হত্যাচেষ্টায় ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছিল ব্রিটেন। এর ফলে দুই দেশের বৈরি সম্পর্ক আরও বৈরি হলো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। মস্কোর ব্রিটিশ দূতাবাসের এসব কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য যুক্তরাজ্য স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টায় রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছে। আর এ অভিযোগের পক্ষে মত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড