রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবারের এল ক্লাসিকো ম্যাচে লিওনেল মেসি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফুটবল মাঠে ৯০ মিনিটই দৌড়ের ওপর থাকতে হয়। কিন্তু মেসি ৯০ মিনিটের ৮৩.১ শতাংশ সময় মেসি হেঁটেছেন, ১০.৮ শতাংশ সময় জগিং করেছেন!
রিয়ালকে ৩-০তে হারিয়ে দেয়ার সেই ম্যাচে মাত্র ৪.৯৫ শতাংশ সময় ধরে দৌড়েছেন। আর পুরোদমে মেসি দৌড়েছেন ১.১৫ শতাংশ সময়। পুরো ৯০ মিনিটে খেলোয়াড়ের পারফর্মেন্স বিশ্লেষণ করে এল পেরিওডিকো। তারাই এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
এটির একটি কারণও দাঁড় করানো হয়েছে। এই মৌসুমে লা লিগার প্রত্যেকটি ম্যাচের পুরো সময় খেলা প্রান্তভাগের একমাত্র খেলোয়াড় মেসি। গুরুত্বপূর্ণ সময়টাতে সেরাটা দেয়ার জন্য শক্তি সঞ্চয়ের জন্যই মেসি এমনটা করেছেন!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড