খেলাধুলা ডেস্ক: বোলারদের পর অধিনায়ক আইডেন মার্করামের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা।
গতরাতে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। উইকেট বিবেচনায় ক্যারিবীয়দের বিপক্ষে এটি সবচেয়ে বড় জয় প্রোটিয়াদের।
পার্লে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ বলে ৩৯ রানের সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলীয় ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। দুই ওপেনা ব্র্যান্ডন কিং ১৬ বলে ২৭, জনসন চালর্স ১৩ ও শেরফানে রাদারফোর্ড ৬ রানে আউট হন।
দলীয় রান ১শ স্পর্শ করার আগেই পঞ্চম উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। ম্যাথু ফোর্ড ১৬ ও অধিনায়ক রোস্টন চেজ ২২ রানে ফিরেন।
ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন শিমরোন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল। দু’জনে ৫০ বল খেলে ৭৪ রান যোগ করলে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৪৮ রান করেন হেটমায়ার। ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন পাওয়েল।
দক্ষিণ আফ্রিকার জিওর্জি লিন্ডে ৩টি, কেশব মহারাজ ও কর্বিন বোশ ২টি করে উইকেট নেন।
জবাবে দক্ষিণ আফ্রিকাকে ৪৭ বলে ৮৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার লুহান ড্রি প্রিটোরিয়াস ও মার্করাম। ৬টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৪৪ রান করে থামেন প্রিটোরিয়াস।
সতীর্থকে হারানোর পর রায়ান রিকেলটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন মার্করাম। দ্বিতীয় উইকেটে দু’জনের ৬০ বলে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পা রাখে প্রোটিয়ারা।
২৮ বল খেলে টি-টোয়েন্টিতে ১১তম হাফ-সেঞ্চুরির দেখা পান মার্করাম। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে ৮৬ রান তুলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন রিকেলটন।
২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার লিন্ডে।
১-০ ব্যবধানে এগিয়ে আগামীকাল সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড