নিউজ ডেস্ক: গতকাল কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন তিনি।
এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কওমি উদ্যোক্তা অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি বলে ফেসবুকে পোস্ট করেন এক নারী সাংবাদিক। এ নিয়ে সমালোচনার মুখে আজ সচিবালয়ে উপদেষ্টার কাছে এর জবাব চান সাংবাদিকরা।
এ সময় তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে তার অনেক অনুষ্ঠানই নারী সাংবাদিকরা কাভার করেছেন। গতকাল কওমি উদ্যোক্তা ফোরামের সম্মেলনে তিনি মাত্র এক ঘণ্টা ছিলেন। তখনও বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি।
আরেক প্রশ্নে জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানান উপদেষ্টা। নারী অভিনেত্রীদের কোনো অনুষ্ঠান করতে সরকার বাধা দিচ্ছে না বলেও জানান আ ফ ম খালিদ হোসেন। এসব ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড