কক্সবাজারের চকরিয়ায় গুলিতে শাহজাহান নামে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন, যিনি নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা কারবারি বলে জানিয়েছে পুলিশ।
নিহত শাহজাহান স্থানীয় বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম বরইতলী বানিয়ারছড়ার ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ ডজনের অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রাতে শাহজাহান বাহিনীর দুই পক্ষের বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহজাহানের লাশ উদ্ধার করে। এছাড়া সেখান থেকে ৪০০ পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি বখতিয়ার।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম